তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ১৬ জানুয়ারি: নাম না-করেই বৃহস্পতিবার দলে তাঁর বিরোধী মুকুল রায় গোষ্ঠীর লোকজনকে কড়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর, অন্য দল ভেঙে বহু নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেছেন। তাঁদের এই যোগদান ঠেকাতে আগেই দিলীপ ঘোষ বলেছিলেন, অন্যদলের কর্মীদের রাজ্য বিজেপির নেতা অথবা জেলার নেতা বা মণ্ডল নেতার হাত ধরেই বিজেপিতে যোগ দিতে হবে।
দলের রাজ্য সভাপতির সেই ফরমানকে গুরুত্ব না-দিয়ে মুকুল রায় বারবার দিল্লিতে ঘনিষ্ঠদের নিয়ে গিয়েছেন। বিজেপিতে জায়গা করে দিয়েছেন। এদিন তাঁদের বার্তা দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘আমি কাউকে দলে এলে পোস্ট দিই না। পতাকা ধরিয়ে দিই। যাঁরা অন্য দল থেকে এসেছেন, রাজনীতি খোঁজার চেষ্টা করবেন না। আগে পরিবারকে খোঁজার চেষ্টা করুন।’
দলের যাঁরা তাঁর বিরুদ্ধে কুকথার বন্যা বইয়ে দেওয়ার অভিযোগ করেছেন, নাম না-করে এদিন সেই নেতাদেরও একহাত নেন দিলীপ ঘোষ। বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্তদের মতো দলের মুকুলগোষ্ঠীর ওই নেতাদের নাম না-করে তিনি বার্তা দেন যে তাঁর কথা আসলে বিজেপির কথা। বোঝানোর চেষ্টা করেন যে, অন্য দল থেকে আসায় মুকুল গোষ্ঠীর লোকজন বিজেপির বক্তব্য সঠিকভাবে বুঝতে পারছেন না। এই প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, ‘আমার কথা নিয়ে অনেক সমালোচনা হয়। আসলে সেটা আমার কথা নিয়ে নয়, বিজেপির কথা নিয়ে।’
মুকুল গোষ্ঠীর লোকজন বললেও যে তিনি কুকথার বন্যা বইয়ে দেওয়ার রাস্তা থেকে সরবেন না, এদিন সেকথাও বোঝানোর চেষ্টা করেন পুননির্বাচিত বিজেপি সভাপতি। এদিন এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘মনে রাখতে হবে, এখন বিজেপিরই বলার সময়। সবাইকে তা শুনতেই হবে।’