নীল বনিক, আমাদের ভারত, ১১ আগস্ট: কোরনার আতঙ্ক দূর করেই বাংলাদেশে পালিত হল জন্মাষ্ঠমী। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি সকাল থেকেই পালন করেন বাংলাদেশের হিন্দুরা। সকাল সতটার সময় ঢাকা সুত্রাপুর বঙ্কবিহারী কৃষ্ণমন্দিরে বিশেষ পূজার আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। দিনভর হিন্দু ধর্মের রীতিনীতি নিয়েও এদিন আলোচনা করেন হিন্দু সমাজের প্রতিনিধিরা।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক বলেন, বাংলাদেশের অনেক মন্দিরেই এদিন জন্মাষ্ঠমী পালন করা হয়েছে। সারাদিন ভগবত গীতা, কৃষ্ণের জীবন দর্শন নিয়ে আমরা আলোচনা করেছি। প্রসাদ বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান ঢাকা সহ বাংলাদেশের মন্দিরগুলিতে হয়েছে। সন্ধ্যায় জাতির মঙ্গল কামনায় বিশেষ আরতি হবে বলে জানান বাংলাদেশের বিশিষ্ট অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক।