দেবীপক্ষের সূচনায় পোশাক বিতরণ করল দেশের মাটি কল্যাণ মন্দির

আমাদের ভারত, রানাঘাট, ১৪ অক্টোবর: আজ দেবীপক্ষের সূচনায় পোশাক বিতরণ করল দেশের মাটি কল্যাণ মন্দির। সংস্থার পক্ষ থেকে নদিয়া জেলার বীরনগরের জয়পুর গ্রামে ১৩ টি শাড়ি ও ১৩ জন শিশুকে পোশাক দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও ‘দেশের মাটি কল্যাণ মন্দির’-এর অন্যতম সদস্য মিলন খামারিয়া এবং সমাজসেবী মোহন্ত শর্মা, রবীন বিশ্বাস, ভজিন বিশ্বাস, শ্যামা বিশ্বাস ও ঊর্মিলা খামারিয়া।

শুরুতে দেশের মাটি কল্যাণ মন্দিরের বিভিন্ন সামাজিক কাজ সম্পর্কে বলেন মোহন্ত শর্মা। তিনি বলেন, ” আমাদের জয়পুর গ্রামে রথযাত্রা উপলক্ষে বৃক্ষরোপণ করেছি। গ্রামবাসীদের সচেতনতা মূলক কাজ করেছি। আজ আমরা কিছু মানুষের হাতে পোশাক তুলে দিতে পারলাম। ভবিষ্যতে আমরা আরও মানুষকে সাহায্য করতে চাই।”

আজকের অনুষ্ঠান সম্পর্কে মিলন খামারিয়া বলে, “সমাজের প্রান্তিক মানুষদের জন্য বিভিন্ন সামাজিক কাজ করছে দেশের মাটি কল্যাণ মন্দির। আমরা এ বছর ৪০০ -এর বেশি গাছ লাগিয়েছি নদিয়া জেলার বিভিন্ন জায়গায়। আজ আমরা গ্রামের কিছু মানুষের হাতে পোশাক তুলে দিতে পারলাম। গ্রামেরা মানুষরা তা গ্রহণ করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবব্ধ করেছেন।”

পোশাক পেয়ে গ্রামবাসীরা খুশী। বিশেষ করে শিশুরা পুজোর পোশাক পেয়ে ভীষণ আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *