আমাদের ভারত, ১৪ নভেম্বর:
রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরির করা মন্তব্য নিয়ে আদালতে গিয়েছে বিজেপি। এই নিয়ে দুটি জনস্বার্থে মামলাও করছে পদ্ম শিবির। সোমবার সপ্তাহের শুরুতেই বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন বিজেপির আইনজীবী। মামলা করার অনুমতিও দিয়েছে আদালত।
রাজ্যের বিরোধী দলনেতা তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে রাষ্ট্রপতি সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে অবমাননাকার মন্তব্যের অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে। সোমবার এই বিষয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির আইনজীবী সুস্মিতা সাহা দত্ত।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আবেদন জানান তিনি।
আবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতিকে নিয়ে মন্ত্রী অখিল গিরির মন্তব্য সংবিধানের অবমাননা। সাংবিধানিক প্রধান সম্পর্কে এই ধরনের মন্তব্য করা যায় না। রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এক্ষেত্রে আদালত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।
হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতির রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই নিয়ে মামলা করার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও দ্রুত শুনানির আর্জি বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন প্রধান বিচারপতি।