বাংলার উৎসবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বাঁকুড়ার উপ-পৌরপ্রধান

আমাদের ভারত,বাঁকুড়া, ১১ এপ্রিল: লকডাউনের জেরে হাতে কাজ নেই। কাজ না থাকায় পর্যাপ্ত পরিমাণে অর্থও নেই প্রান্তিক মানুষদের একটা বড় অংশের কাছে। কিন্তু উৎসব আসে তার নির্দিষ্ট নিয়মেই। এই অবস্থায় চৈত্র সংক্রান্তিতে ছাতু পরবের আগে অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন বাঁকুড়া পৌরসভার উপ-পৌরপ্রধান দিলীপ আগরওয়াল।

শনিবার তিনি তাঁর নিজের তিন নম্বর ওয়ার্ড এলাকার হতদরিদ্র দিন আনা খেটে খাওয়া মানুষের হাতে তুলে দিলেন ছাতুর প্যাকেট। স্থানীয় কাউন্সিলর ও উপ-পৌরপ্রধান দিলীপ আগরওয়ালের এই উদ্যোগে খুশি এলাকার সকলেই। তাঁর সহযোগিতায় উৎসব সফল হবে বলেই মনে করছেন বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *