Deputation, Hosiery workers, হোসিয়ারী শ্রমিকদের একাধিক দাবিতে শ্রমমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ নভেম্বর: হোসিয়ারী শ্রমিকদের একাধিক দাবিতে শ্রমমন্ত্রীর দপ্তরে দেওয়া হলো ডেপুটেশন।

এআইইউটিইউসি অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারী মজদুর ইউনিয়নের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির নেতৃত্বে লাগাতার আন্দোলনের ফলে গত ৬ মাস আগে হোসিয়ারী শ্রমিকদের এক বছরের ন্যূনতম মজুরি বৃদ্ধি অনুসারে মাত্র ৩ শতাংশ মজুরি বৃদ্ধি ঘটেছিল। পরের মাসে বকেয়া আর এক বছরের মজুরি বৃদ্ধি কার্যকর করা হবে বলে মেকার মালিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সেই সময় কথা দিয়েছিল। কিন্তু তা এখনো কার্যকর হয়নি। অবিলম্বে ওই বকেয়া তিন বছরের মজুরি বৃদ্ধি কার্যকর করা সহ শ্রমিকদের বিভিন্ন দাবিতে আজ ১০ নভেম্বর নব মহাকরণে শ্রম দপ্তরের মন্ত্রীর দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন ইউনিয়নের সহকারী সভাপতি নেপাল বাগ, বলরাাম জানা, যুগ্ম সম্পাদক তপন কুমার আদক ও নব শাসমল, সহকারী সম্পাদক অলোক অধিকারী প্রমুখ।

সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক জানান, উপরোক্ত দাবিগুলি পূরণে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ করা না হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *