সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ এপ্রিল: কেন্দ্রীয় সরকার ঘোষিত নূন্যতম মজুরি, জঙ্গলে বসবাসকারীদের পাট্টা সহ বিভিন্ন দাবিতে বাঁকুড়ার হীড়াবাঁধ, গঙ্গাজলঘাঁটি সহ কয়েকটি ব্লকে আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চ, সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি ও সিপিআই (এমএল) লিবারেশন যৌথ ভাবে ডেপুটেশন দেয়। এই ডেপুটেশনে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট সংগঠনগুলির নেতা রামনিবাস বাস্কে, অমল বিশ্বাস, বাদল বেসরা ও সিপিআই (এমএল) লিবারেশনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি।

রামনিবাস বাস্কে দাবি করেন, জঙ্গলের জমিতে বসবাসকারী মানুষের জমির পাট্টার অধিকার রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে দখলিকৃত জমি থাকা সত্ত্বেও আদিবাসীদের পাট্টা ও প্রাপ্ত পাট্টার পর্চা দেওয়া হচ্ছে না। অবিলম্বে তা দিতে হবে। জেলার সর্বত্র ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে। এর ফলে গরিব মানুষ অসহায় হয়ে পড়েছেন। ১০০ দিনের কাজ চালু করতে হবে এবং কেন্দ্রীয় সরকার ঘোষিত নুন্যতম ৪২৯ টাকা মজুরি দেওয়া সহ অবিলম্বে বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবি জানান অমল বিশ্বাস, বাদল বেসরা।
সিপিআই (এমএল) বাঁকুড়া জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি বলেন, আবাস যোজনার টাকা অবিলম্বে দিতে হবে এবং বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে তা বাড়িয়ে ৫ লাখ করতে হবে। তিনি দাবি করেন, আয়কর দেয় না এমন সব ৬০ বছরের উপরের গরিব মানুষদের ৩০০০ টাকা ভাতা দিতে হবে। জমির মালিক কৃষক বন্ধুর ভাতা পান। কিন্তু যারা ভাগচাষি তারা ক্ষতিপূরণ পান না। সে কারণে সরেজমিন তদন্ত করে ভাগচাষি-লিজচাষিদের কৃষক বন্ধু প্রকল্পের মতো সব ধরনের সরকারি সাহায্যের দাবি জানান তিনি।

