অনথিভুক্ত ভাগচাষি ও চুক্তি ভিত্তিক চাষিদের সরকারি প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে বাঁকুড়া কৃষি দপ্তরে ডেপুটেশন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৭ জুন: অনথিভুক্ত ও চুক্তি ভিত্তিক ভাগচাষিদের সরকারি নথিভুক্তকরণের দাবিতে আজ সিপিআই(এম এল) এর পক্ষ থেকে উপ কৃষি আধিকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে জমির মালিকানার কাগজ নেই অথচ চুক্তিতে চাষ করেন বহু চাষি, এমন ব্যাপক সংখ্যক গরিব চুক্তি চাষি ও অনথিভুক্ত ভাগচাষিরা সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। এই সব প্রকৃত উৎপাদকদের “কৃষক বন্ধু” সহ সমস্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করা, এদের থেকে সরকারি দরে ধান কেনা ও ভর্তুকি দিয়ে কৃষি উপকরণ সরবরাহ করার দাবি জানানো হয়। এই দাবিতে আজ সিপিআই (এম এল) লিবারেশন, কৃষি ও গ্রামীণ মজুর সমিতি ও কিষাণ মহাসভার পক্ষ থেকে বাঁকুড়া জেলা কৃষি দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়।

আজ বেলা ১২ টায় বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়াম হলের সামনে থেকে প্রায় দুই শতাধিক গরিব চাষি ও ক্ষেতমজুর মিছিল করে কৃষি দপ্তরে গিয়ে জেলা উপ কৃষি অধিকর্তার দপ্তরে হাজির হয়। এক প্রতিনিধি দল কৃষি উপ অধিকর্তার হাতে স্মারকলিপি প্রদান করেন। ১০০ দিনের কাজে কেন্দ্র ও রাজ্যের টালবাহানা বন্ধ করা, একে কৃষিকাজের সঙ্গে যুক্ত করে গ্রামে গ্রামে কাজ চালু করার দাবি তুলে ধরা হয়।

সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআই (এম এল) লিবারেশনের জেলা সম্পাদক বাবলু ব্যানার্জি, কিষাণ মহাসভার রাজ্য সম্পাদক জয়তু দেশমুখ, বৈদ্যনাথ চিনা, কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষে রবিদাস মুর্মু, রামনিবাস বাসকে, আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের পক্ষে সুধীর মুর্মু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *