পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও হচ্ছে না স্থায়ীকরণ। দ্রুত স্থায়ীকরণ এবং তার পাশাপাশি মোবাইলের মাধ্যমে কাজ করার জন্য যে বিপুল পরিমাণ কাজ তাদের দেওয়া হয় তার সত্ত্বেও তাদের মোবাইল দেওয়া হচ্ছে না, এর দ্রুত সমাধানের দাবি। পাশাপাশি আইসিডিএস সেন্টারগুলির পরিকাঠামো উন্নয়ন- সহ একাধিক দাবিতে আজ পশ্চিম মেদিনীপুর জেলা সদরে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের কাছে ডেপুটেশন দিলো পশ্চিম মেদিনীপুর জেলা অঙ্গনওয়াড়ি কর্মীরা। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা সদর শহর মেদিনীপুরে মিছিল করে ডেপুটেশন জমা দেয় আইসিডিএস কর্মীদের সংগঠন।
অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে তারা কাজ করা সত্ত্বেও তাদের চাকরিতে কোনো নিশ্চয়তা নেই। অবসরের পরেও তারা কোনো সুবিধা পান না। সরকার তাদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের আর্থিক সুবিধা দিক। এর পাশাপাশি আইসিডি সেন্টারগুলির বেহাল দশা দীর্ঘদিন ধরেই, তাতে ছাত্র-ছাত্রীদের নিয়ে সেই সমস্ত সেন্টারে পঠন-পাঠন করতে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয়। দ্রুত সেগুলির বন্দোবস্ত করতে হবে।