আমাদের ভারত, নদিয়া, ১৩ অক্টোবর: অস্থায়ী শিক্ষাকর্মীদের কাজের নিরাপত্তা ও সরকারি স্বীকৃতির দাবিতে নদিয়া জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি। ৬০ বছরের কর্মনিশ্চয়তা, স্থায়িত্ব করণ এবং সরকারি স্বীকৃতির দাবিতে পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতি মঙ্গলবার নদিয়া জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়। পাশাপাশি নবান্ন থেকে স্বীকৃত হয়েছে ৩৯৯৮এমপি ২ অর্ডার, তা সরকারের তরফ থেকে লাগু করা।