কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: আদিবাসীদের নিজস্ব কিছু দাবির ভিত্তিতে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায়মঞ্চ ও পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের যৌথ উদ্যোগে ঘাটালের মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হল।
সংবিধান বাঁচাও, সংরক্ষণ ব্যবস্থা রক্ষা, তপশিলি জাতি উপজাতি এবং দলিতদের উপর দেশজুড়ে বেড়ে চলা নিপীড়ন ও অত্যাচারের প্রতিকারের দাবি জানায় এই সংগঠন। এছাড়াও পেনশন ও ভাতা বৃদ্ধি এবং অলচিকি ভাষায় বিদ্যালয়গুলিতে শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানায় তারা। পাশাপাশি সংবিধানে অর্জিত অধিকার রক্ষা করার দাবি সহ ২১ দফা দাবি তারা এই ডেপুটেশনের মাধ্যমে পেশ করে।
দুই সংগঠনের পক্ষে দলিত নেতৃত্ত্ব রাজকুমার বিষই, গুরুপদ সরেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ঘাটাল শহরে মিছিল সহ মহকুমাশাসকের নিকট গণ ডেপুটেশন দেওয়া হয়।