কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ অক্টোবর : ২০ দফা দাবিতে ঘাটাল মহকুমাশাসকের দপ্তরে ডেপুটেশন রেশন ডিলারদের। মাসে ৩০ দিন পরিষেবা দিয়ে চলেছেন রেশন ডিলাররা। শুধু তাই নয় দশ ঘণ্টা করে সাধারণ মানুষকে তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেওয়ার মাধ্যমে পরিষেবা দিয়ে চলেছেন। কিন্তু বিগত ছয় মাস তারা কোনও কমিশন পাননি। দীর্ঘদিন ধরেই রেশন ডিলাররা প্রশাসনের কাছে দাবি জানিয়ে এসেছেন তাদের বকেয়া কমিশন দেওয়ার জন্য। কিন্তু এখনও পর্যন্ত কমিশন না পাওয়ায় তারা ক্ষোভে ফেটে পড়লেন।
এই দাবিতে আজ সোমবার অল বেঙ্গল রেশন বাঁচাও যৌথ মঞ্চের ডাকে রেশন ডিলাররা মহকুমাশাসকের কাছে ডেপুটেশন দিলেন। তাদের অন্যতম প্রধান দাবি হল, বিগত ছয় মাসের কমিশন জরুরি ভিত্তিতে দিতে হবে। কুইন্ট্যাল প্রতি ৪৫৭ টাকা কমিশনের দাবি জানান তারা। রেশন ডিলারশিপ পেতে হলে এক বছর আগে ৫ লক্ষ টাকা সেভিংস দেখাতে হত, এই আইন পরিবর্তনের দাবি জানান তারা। টোল ফ্রি অথবা যে কোনও অভিযোগের সত্যতা যাচাই করে তবেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান ডিলাররা। সামান্য ত্রুটিতে লক্ষ লক্ষ টাকা জরিমানার বিরুদ্ধে প্রতিবাদ করেন রেশন ডিলাররা। তারা ডিস্ট্রিবিউটারের কাছ থেকে রেশন দ্রব্য কেনেন কিন্তু রেশন দ্রব্য যদি খারাপ হয় তাহলে তার দায়ভার রেশন ডিলারের উপর পড়ে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা।
বিভিন্ন ধরণের মানুষ তাদের রেশন দোকানে আসেন কিন্তু নিয়মিত তাদের দোকানগুলি স্যানিটাইজেশন করা হয় না।
এরকম কুড়ি দফা দাবির ভিত্তিতে তারা মহকুমা শাসকের কাছে দাবিপত্র পেশ করেন।