ICDS workers, Kolaghat, মিড ডে মিল কর্মীদের কোলাঘাট ব্লকের বিডিও’র কাছে ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: কোলাঘাট ব্লকের মিড-ডে মিল কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে প্রদান, ওই কর্মীদের অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মত অন্ততঃ ৬৩০০ টাকা মাসিক বেতন দেওয়া সহ সরকারি কর্মী হিসাবে স্বীকৃতি-মর্যাদা ও বেতন দেওয়া প্রভৃতি ১৩ দফা দাবিতে আজ
এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে বিডিও অর্ঘ ঘোষের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।

উপস্থিত ছিলেন সংগঠনের ব্লক সভাপতি অঞ্জলি মান্না ও যুগ্ম সম্পাদক সোনালী দাস ও শামসুর বেগম। অন্যান্য দাবিগুলির মধ্যে অন্যতম হল- বছরে ১০ মাস নয়, ১২ মাসের বেতন প্রদান, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্য ও মিড ডে মিল কর্মীদের দুপুরের খাবারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রভৃতি।

প্রসঙ্গত উল্লেখ্য, ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল রান্নার কাজে যুক্ত ওই মহিলারা রান্না করা, খাবার পরিবেশন করা, বাসন ধোওয়া প্রভৃতি কাজের জন্য মাত্র ৫০০ টাকা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *