আমাদের ভারত, হাওড়া, ১৮ নভেম্বর: পৌরসভা এলাকায় রাস্তা নির্মাণ, কমিউনিটিহলগুলির সংস্কার সহ ১২ দফা দাবিতে বুধবার বিকেলে উলুবেড়িয়া পৌরসভায় ডেপুটেশন দিল বামপন্থী সংগঠন সমূহের উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটি। এদিন বিকেলে সংগঠনের নেতা-কর্মীরা উলুবেরিয়া মহকুমা শাসকের দপ্তরের সামনে থেকে মিছিল করে উলুবেড়িয়া পৌরসভায় যায়। পরে পৌরসভার সামনে একটি প্রতিবাদ সভা করেন বাম নেতৃত্ব। এদিনের এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাম নেতা সাবির উদ্দিন মোল্লা, প্রাক্তন বিধায়ক মোহন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিন বাম নেতারা অভিযোগ করেন, পৌরসভা এলাকায় নতুন হোল্ডিং কর নেওয়ার ক্ষেত্রে অযথা হয়রানি শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে বলে দাবি জানান বাম নেতৃত্ব। তারা অভিযোগ করেন বাউড়িয়ায় বৈদ্যুতিক চুল্লি চালু হয়ে গেলেও উলুবেড়িয়া শতমুখী শ্মশানে এখনো বৈদ্যুতিক চুল্লি চালু হয়নি। অবিলম্বে বৈদ্যুতিক চুল্লি চালুর দাবি জানান তারা। এদিনের এই সভা থেকে বাম নেতৃত্ব জলের সংযোগ ফি কমানো, নতুন করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার আবেদন পত্র জমা নেওয়া, পৌরসভার সমস্ত ওয়ার্ডে জলের পাইপ লাইন বসানো, জল নিকাশি ব্যবস্থা না করে বহুতল নির্মাণ বন্ধ করা, কোভিড টেস্ট করানো ও ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ড সেনেটাইজ করার দাবি জানান তারা।