deputation, KPP, Jalpaiguri, একাধিক দাবি তুলে জলপাইগুড়িতে ডেপুটেশন কামতাপুর প্রগেসিভ পার্টির

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৪ মার্চ: সামনেই লোকসভা ভোট। আবারও আলাদা রাজ্য, কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলি সহ একাধিক দাবি তুলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে প্রতিবাদ আন্দোলনে নামলো কামতাপুর প্রগেসিভ পার্টি।

সোমবার জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ায় জমায়েত হয়ে শহর পরিক্রমা করে বিক্ষোভ মিছিলটি বিভাগীয় কমিশনার দফতরে সামনে হাজির হয়। পুলিশ আন্দোলনরত নেতা কর্মীদের বিভাগীয় কমিশনার দফতরে সামনে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এরপর প্রতিনিধিমূলক নেতা কর্মীরা বিভাগীয় কমিশনার দফতরের মাধ্যমে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দাবিদাওয়া তুলে দেন।

আন্দোলনরত নেতাদের অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। এদিকে রাজ্য সরকার কামতাপুর ভাষা অ্যাকাডেমি, কামতাপুর ভাষায় দুটি স্কুল চালু করা সহ একাধিক দাবি পূরণ করেছে। রাজ্য সরকারের প্রতিনিধিরা কামতাপুর প্রগেসিভ পার্টির সঙ্গে আলোচনায় বসেছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার যদি আমাদের দাবি পূরণ না করে তাহলে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে কামতাপুর প্রগেসিভ পার্টির সকলে বলে জানালেন পার্টির সভাপতি অমিত রায়।

তিনি বলেন, “কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েও কাজ করছে না। আমরা আজ দাবি তুলে ধরেছি আমাদের ইতিহাস পড়ানোর। স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে এইমস, আলদা রাজ্য ও ভাষার স্বীকৃতি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি দেওয়া হল। যদি ভোটের আগে দাবি পূরণ না হয় তাহলে বিজেপিকে একটিও ভোট নয়। উত্তরবঙ্গের সাতটি জেলায় পার্টির তরফে প্রার্থী দেওয়া হবে।”

এদিকে দলের মুখ্যপাত্র চন্দন সিংহ বলেন, “২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে বিজেপি লিখিত ভাবে দাবিপূরণ করা হবে জানিয়েছিল। কিন্তু কথা রাখেনি। আলাদা রাজ্য ও ভাষাকে অষ্টম তফসিলি করতে হবে। রাজ্য সরকার ভাষার স্বীকৃতি দিয়েছে কেন্দ্র সরকারের আর বাধা নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *