কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট: ঘাটাল মহাকুমায় দুদিনের বৃষ্টিতেই বন্যাপ্লাবিত হয়। যা প্রতিবছরের চিত্র। এই সমস্যা আজকের নয় স্বাধীনতার আগে থেকেই।বন্যার সমস্যার স্থায়ী সমাধান এবং ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের দাবিতে শুক্রবার ‘ঘাটাল মাস্টারপ্ল্যান রুপায়ণ সংগ্রাম কমিটি ‘ঘাটালের মহকুমা শাসককে দাবি পত্র দিল।

ওই কমিটির যুগ্ম সম্পাদক দেবাশীষ মাইতি বলেন, মাস্টার প্ল্যান না হওয়ার জন্য কেন্দ্র রাজ্যকে দোষ দেয়, রাজ্য কেন্দ্রকে দোষ দেয়। আমরা সাধারণ মানুষ চাই দ্রুত এবং অবিলম্বে মাস্টারপ্ল্যান রূপায়িত হোক।এই কমিটি মহকুমার বাঁশের সেতুর পরিবর্তে কংক্রিটের সেতু এবং স্লুইস গেটগুলির মেরামতির দাবি জানায়।

