সেচ দপ্তরে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটি”র ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ ডিসেম্বর: সেচ দপ্তরে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটি। আগামী বর্ষার আগে সেচ দপ্তরের পক্ষ থেকে কেলেঘাই নদীর আমগেছিয়া থেকে ঢেউভাঙ্গা পর্যন্ত পূর্ণাঙ্গ সংস্কার, দুবদা ও বারচৌকা বেসিন প্রকল্পের অন্তর্গত ছত্রি-কুঁদি-পানিনালা খাল সংস্কার, ওড়িশা কোস্ট ক্যানেলের অবশিষ্টাংশ সংস্কার, বাঘাই খালের অবশিষ্টাংশ সংস্কার সহ কাঁথি ডিভিশন এলাকার ওয়ার্ক অর্ডার দেওয়া ২৬টি কংক্রিটের ব্রিজের কাজ শুরু, নদীর ভেতরে থাকা বেআইনি মাছের ভেড়ি ও ইটভাটা উচ্ছেদ প্রভৃতি ছয় দফা দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে সেচ দপ্তরের কাঁথি ডিভিশনের একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি পেশ করা হয়। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও জগদীশ সাউ, সভাপতি উৎপল প্রধান, বাসুদেব বর্মন, রামপদ দে, পরেশ আদক প্রমুখ।

একজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত ব্যানার্জি দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে ব্রিজ নির্মাণের কাজ দ্রুত শুরু সহ ওড়িশা কোস্ট ক্যানেলের অবশিষ্টাংশ সংস্কারের কাজও খুব শীঘ্রই শুরুর আশ্বাস দেন। পানিনালা ও বারচৌকা বেসিন এলাকার দাবিগুলির বিষয়টি খতিয়ে দেখতে শীঘ্রই দপ্তরের এক প্রতিনিধি দল পাঠানো হবে বলে উনি জানান। এবং অন্যান্য দাবিগুলি পূরণেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। ডেপুটেশনের সময় উপস্থিত ছিলেন দপ্তরের কাঁথি সাব ডিভিশনের
এসডিও।

কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, অতি সত্বর উপরোক্ত দাবিগুলি পূরণে দপ্তর কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করলে কমিটি ভুক্তভোগী জনসাধারণকে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *