মেদিনীপুরে বিদ্যুৎ দপ্তরে ডিওয়াইএফআই’য়ের ডেপুটেশন

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জুন: সোমবার সারা রাজ্য পশ্চিম মেদিনীপুর জেলার একুশটি ব্লক এবং অন্যান্য পৌর এলাকাগুলির সাথে তাল মিলিয়ে, মেদিনীপুর শহরের জোনাল বিদ্যুৎ দপ্তরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের (ডিওয়াইএফআই) উদ্যোগে অনুষ্ঠিত হল ডেপুটেশন কর্মসূচি।

শহরে সংগঠনের পূর্ব ও পশ্চিম লোকাল কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূল দাবিগুলি ছিল, বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, মিটার রিডিং নিয়ে বিদ্যুৎ বিল পাঠাতে হবে, যে সমস্ত স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার আছে তার বিদ্যুৎ বিলের খরচ রাজ্য সরকারকে বহন করতে হবে, আয়কর দাতা বাদে সকল বিদ্যুৎ গ্রাহকের তিন মাসের বিদ্যুৎ বিল মকুব করতে হবে, আমফানে এক্ষতিগ্রস্ত এলাকায় অবিলম্বে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের নেতৃত্ব সুব্রত চক্রবর্তী, সঞ্জয় সিনহা, এবং কৌশিক দে প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *