কৃষ্ণনগর মহাকুমার শাসক ও পৌর প্রশাসকের কাছে সাফাই কর্মীদের ডেপুটেশন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ ফেব্রুয়ারি: সরকারি হারে অস্থায়ী কর্মীদের মজুরি, সকল অস্থায়ী কর্মীদের পিএফ সহ ৫ দফা দাবি নিয়ে সরব হল কৃষ্ণনগর মিউনিসিপ্যাল ওয়ার্কমেনস। বুধবার সংগঠনের পক্ষ থেকে কৃষ্ণনগর মহকুমা শাসক ও পৌর প্রশাসকের কাছে ৫ দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের অভিযোগ, করোনা আবহে যে সব সাফাই কর্মী পৌরসভা, হাসপাতালে কাজ করছেন তাদের নিজেদের সুরক্ষার জন্য কোনও কাজের সরঞ্জাম, সাবান তারা পাচ্ছেন না। তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন করে আসছেন কিন্তু প্রশাসনের কোনও হেলদোল নেই।

এছাড়া অস্থায়ী কর্মীদের সরকারি হারে মজুরি, সকল অস্থায়ী কর্মীদের ইপিএফের দাবি এবং অবিলম্বে সাফাই বিভাগের কর্মী বৃদ্ধির দাবিতে আজ সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের দাবি, যদি এর পরও সমস্যার সমাধান না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *