সাত দফা দাবিতে পঞ্চায়েতের প্রধানকে স্মারকলিপি দিল আলিপুরদুয়ারের ১৬নং মন্ডল বিজেপি-র কার্যকর্তারা

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২২ সেপ্টেম্বর:
বসত বাড়ির বর্ধিত ট্যাক্স বাতিল, পঞ্চায়েতের সভায় নেওয়া সিদ্ধান্তের কপি বিরোধী দলনেতাদের দেওয়া, পানীয় জল নিয়ে রাজনীতি বন্ধ সহ সাত দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলা মাদারিহাট-বীরপাড়া ব্লকের বীরপাড়া ১নং গ্রাম পঞ্চায়েতকে স্মারকলিপি দিলেন জেলা বিজেপি-র ১৬নং মন্ডলের কার্যকর্তারা। তবে কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে এদিন সামাজিক দূরত্ব বিধি মেনে বিজেপি নেতৃত্ব সংশ্লিষ্ট প্রধানকে স্মারকলিপি তুকে দেন।

প্রধানকে দেওয়া স্মারকলিপিতে ৭ দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বসত বাড়ির বর্দ্ধিত ট্যাক্স বাতিল, সভার সিদ্ধান্তের কপি বিরোধী দলনেতাকে প্রদান, পানীয় জল নিয়ে রাজনীতি বন্ধ করা ইত্যাদি।
১৬নং মণ্ডল সভাপতি আস কুমার তামাং এবং সাধারণ সম্পাদক সঞ্জয় মণ্ডল যৌথ ভাবে বলেন, বিভিন্ন দাবি জানিয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান রমেশ মন্ডলকে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল। আমরা চাই এই কাজগুলো প্রধান দ্রুত সম্পন্ন করুন।”

এদিন অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা লছমন লিম্বু, শ্রমিক নেতা সুরেশ সা প্রমুখ। অন্যদিকে পঞ্চায়েত প্রধান রমেশ মণ্ডল জানান,”একটি স্মারকলিপি পেয়েছি।সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে।বিষয়গুলি সহানুভূতির সঙ্গে দেখা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *