পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ আগস্ট: মেদিনীপুরে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন সিপিআইএম নেতা মহম্মদ সেলিম।
আজ নিয়োগ দুর্নীতি, পুলিশের দলদাসে পরিণত হওয়া সহ একাধিক বিষয় নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নিতে মেদিনীপুরে এসেছিলেন সিপিএমের এই নেতা। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তদন্তকারী সংস্থা যখনই লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি সহ একাধিক দুর্নীতি মামলায় তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকে, আমরা ডেপো ছেলে বলে ডেকে থাকি, তখন তিনি সভা মঞ্চ থেকে বলছেন আমি দোষী হলে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি আছি। আসলে তিনি এখন বাঁচতে চাইছেন। তিনি যেহেতু ফেঁসে গিয়ে এবার জেলে যেতে চলেছে তাই ডেপো ছেলে এখন বলছে আমি ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। অভিষেক এমন কথা বলে যখন জনগণকে বিভ্রান্ত করছে তখন আরেক দিকে দেশের সবচেয়ে বড় উকিলদের কোটি কোটি টাকা দিয়ে হায়ার করে তিনি জামিনের জন্য আবেদন করছেন সুপ্রিম কোর্টে। ফলে তিনি মিথ্যে কথা বলে জনগণকে বোকা বানাচ্ছেন।
অভিষেককে কটাক্ষ করতে গিয়ে তিনি এও বলেন, আমাদের যদি কোনো অফিসার কোন অভিযোগের প্রেক্ষিতে ডাকে আমরা নিশ্চয়ই যাবো।