আমাদের ভারত, নদিয়া, ২৪ নভেম্বর: রাত পোহালে নদিয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচন। তার আগে রবিবার করিমপুর কলেজ থেকে ভোট কর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এবার এই উপ নির্বাচনে মোট ২৪০৭৬৯ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। যার মধ্যে ১২৪১২৪ জন পুরুষ ও ১১৬৬৪১ জন মহিলা ভোটার রয়েছেন। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪ জন।
ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্য ১০ কোম্পানি সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে। শনিবার প্রচার শেষের পর থেকেই বিভিন্ন জায়গায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী।চলছে নাকা চেকিং।