মালিককেই অস্বীকার! অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারছেন না জ্যোতিপ্রিয়, কটাক্ষ সুকান্তর

আমাদের ভারত, ৮ নভেম্বর: রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম শুনে না চেনার মতো ভঙ্গিকে চুড়ান্ত কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায় এই কয়েকদিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারছেন না জ্যোতিপ্রিয়। নিজের মালিককে অস্বীকার করছেন তিনি। ধৃত মন্ত্রীর উদ্দ্যেশ্যে তাঁর পরামর্শ, এবার যেনো সবটা যারা জানেন বলে বালু বলেছেন, তাদের সম্পর্কে সব বলে দেন।

কয়েকদিন আগে ইডির হাতে গ্রেপ্তার হওয়া রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। কিন্তু আজ আবার বলেছেন কে অভিষেক? আমাদের নেতা? কেমন যেনো একটা না চেনার ভান। আর এ প্রসঙ্গেই কটাক্ষ করতে ছাড়েননি সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “কোন বন্দ্যোপাধ্যায়? কে অভিষেক? বালু বাবু তো এবার ওনার মালিককে অস্বীকার করছেন। এবার তাহলে কি হবে?”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বাংলায় একটা প্রবাদ আছে বউ মরলে, গরুকেউ নাকি বউ বলে। জ্যোতিপ্রিয় মল্লিকের সেইরকম একটা সমস্যা হচ্ছে বলে মনে হচ্ছে। গভীর সঙ্কট। তাই উনি দুদিন আগে বললেন, মমতা অভিষেক সব জানেন। এখন বলছেন অভিষেক কে? চিনি না। আর উনি যদি ১৩ তারিখ নির্দোষ প্রমাণিত হন তাহলে সবটা যারা জানেন সবকিছু তাদের ব্যাপারে বলে দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *