সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ অক্টোবর: বাঁকুড়া শহর জুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন বাঁকুড়া পুরসভা। এ পর্যন্ত বাঁকুড়া পুর এলাকাতেই ২৫২ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। এতদিন পর্যন্ত শহরের কেঠারডাঙ্গা এলাকাতে ডেঙ্গুর প্রকোপ ছিল, এবার নতুন করে শহরের ৯নং ওয়ার্ডের ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হওয়ায় নড়েচড়ে বসেছে পুরসভা।ডেঙ্গু মোকাবিলায় পুরসভা নতুন করে চিন্তা ভাবনা শুরু করেছে, পরিস্হিতি পর্যালোচনা করতে চলছে মিটিং। ডেঙ্গু মোকাবিলায় শহরবাসীকে সচেতন করার পাশাপাশি যাতে জল জমা না হয় সেদিকে নজরদারি জোরদার করা হয়েছে।সাবধানতা হিসাবে মশারি ব্যবহার ও যথা সম্ভব শরীর ঢাকা পোষাক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
পুরপ্রধান অলকাসেন মজুমদার জানান, শহরের ১৯নং ওয়ার্ডের সাথে নতুন করে ৯নং ওয়ার্ডে ইতিমধ্যে ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ওই এলাকায় পুরসভার মেডিক্যাল টিম কাজ করছে, এছাড়াও সাফাই কর্মীরাও রয়েছেন। তিনি বলেন, শহরের বেশ কিছু এলাকায় ফাঁকা জমি পড়ে রয়েছে। সেখানে জল জমে থাকছে এবং আগাছা জন্মেছে। ওই সব জমির মালিকদের জমি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে, না হলে পুরসভা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।