পুরুলিয়াতেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আক্রান্তের সংখ্যা শতাধিক

সাথী দাস, পুরুলিয়া, ২২ সেপ্টেম্বর: পুরুলিয়া শহর তথা জেলায় ক্রমশঃ বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারিভাবে জেলায় আক্রান্তের সংখ্যা শতাধিক। জেলা সদরে আক্রান্ত ২০ জনেরও বেশি। বেসরকারিভাবে সংখ্যা আরও অনেক বেশি। তথ্য চাপা দিচ্ছে স্বাস্থ্য দফতর। এই অভিযোগ নিয়েই সরব হচ্ছেন সাধারণ মানুষ। প্রশাসনের বিরুদ্ধে তথ্য চাপা দেওয়ার সরাসরি অভিযোগ করছে বিজেপি।

বিজেপির পুরুলিয়া শহর মণ্ডলের অন্যতম সভাপতি সত্যজিৎ অধিকারী বলেন, “পুরসভা ডেঙ্গু দমন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না। শহরে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বেসরকারিভাবে চিকিৎসা করেছেন অধিকাংশই। সঠিক তথ্য চাপা দিচ্ছে স্বাস্থ্য দফতর। মানুষকে সচেতন করতে এটাও জরুরি।” বিষয়টি নিয়ে পুরুলিয়া পুরসভা এড়িয়ে গেলেও দায় অস্বীকার করছে না তারা। উল্টে সাধারণ মানুষের দিকে দায় চাপিয়ে কো-অপারেশনের কথা বললেন পুর প্রধান নবেন্দু মাহালি। তিনি বললেন, “জল জমার জন্য কিছু অসচেতন মানুষ দায়ী। পলিথিন বুঁজিয়ে দিচ্ছে বড় ছোট নর্দমা। নিকাশি ব্যবস্থা অকেজো হয়ে পড়ছে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার নিয়ে এবার আরও কড়া হাতে মোকাবিলা করবে প্রশাসন।”

এদিকে পুরুলিয়া জেলায় ডেঙ্গু নিয়ে উদ্বেগ থাকলেও ভয়াভয় পরিস্থিতি নেই বলেই জানিয়ে দেয় স্বাস্থ্য দফতর। যদিও চলতি বছরের জানুয়ারি মাস থেকে এর প্রকোপ দেখা দিয়েছে জেলায়। আক্রান্ত তালিকা ক্রমশঃ বাড়ছে। আক্রান্তরা সবাই জেলার বাইরে থেকে রোগ বহন করে জেলায় এসেছিলেন বলে দাবি স্বাস্থ্য দফতরের। এখন অবশ্য সবাই সুস্থতার পথে রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফতর জানায়। পুরুলিয়া পুরসভার ৩ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ডে প্রবণতা বেশি লক্ষ্য করা গেলেও প্রায় ২৩টি ওয়ার্ডেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। পুরুলিয়া শহরে সরকারি তথ্য অনুযায়ী ২০ জন আক্রান্ত রয়েছেন। সবাই বিপন্মুক্ত বলে দাবি পুরুলিয়া পুরসভার স্বাস্থ্য বিভাগের।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কুণাল কান্তি দে জানান, “গ্রামীণ এবং শহরাঞ্চলে জন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। বৃষ্টির জল যাতে খোলা অবস্থায় জমা থাকে তার জন্য সজাগ ও সতর্ক থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রক্ষা করতে সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে। যেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে নির্মূল করা হচ্ছে। জেলায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *