আমাদের ভারত, মগরাহাট, ৫ মার্চ: পানীয়জল ও রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধরে বন্ধ শিরাকোল–শেরপুর রোডের যানচলাচল। ফলে বিপাকে পড়েছেন নিত্যযাত্রীরা। শুক্রবার সকাল থেকেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এলাকার মানুষজন।
দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের শেরপুর গ্রাম পঞ্চায়েতের খেলারামপুরে পানীয়জল ও বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসীন্দারা। এলাকাবাসীদের দাবি, প্রায় একমাস ধরে জলের সমস্যায় রয়েছেন তারা, এমনকি শেরপুর থেকে শিরাকোল পর্যন্ত পাকা রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরেই। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলেই দাবি বিক্ষোভকারীদের। আর সেই কারণেই এদিন সকাল থেকে পথ অবরোধ করে খেলারামপুরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন স্থানীয়রা।

