দিল্লির প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ সিউড়িতে

আশিস মণ্ডল, বীরভূম, ১৬ জানুয়ারি: দিদির দূত হয়ে গ্রামে গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়ছে তৃণমূলের বিধায়ক থেকে মন্ত্রীরা। এবার সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির তদন্তে গিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়লেন দিল্লির দুই সদস্যের প্রতিনিধি দল। তাদের গাড়ির মধ্যে দীর্ঘদিন আটকে রাখা হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, কেন্দ্রের দুই প্রতিনিধি দল কয়েকদিন ধরে জেলার বিভিন্ন গ্রামে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি সার্ভে শুরু করছে। সেই মতো সোমবার বেলার দিকে ব্লক প্রশাসনকে সঙ্গে নিয়ে হরিশপুর গ্রামে যান তাঁরা। গ্রামে ঢুকতেই কিছু মানুষ তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের দাবি, আবাস যোজনার বাড়ি দেখতে হবে না। আগে একশো দিনের কাজের টাকা দিতে হবে। এনিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ চলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল হরিশপুর গ্রামে সার্ভে না করেই ফিরে যান। তবে এনিয়ে কিছু বলতে চাননি তাঁরা। গ্রামের বাসিন্দা শেখ নূর আলম বলেন, “আমরা বলেছি বাড়ি ভাঙ্গা, ফুটো দেখতে হবে না। আগে আমাদের একশো দিনের টাকা দেওয়া হোক। আমাদের বিক্ষোভে দিল্লির লোক গাড়ি থেকে নামতেই পারেনি”।

তৃণমূলের অবিনাশপুর অঞ্চল সভাপতি রাজু মুখোপাধ্যায় বলেন, “আমার পঞ্চায়েতে বাড়ি নিয়ে কোনো অভিযোগ নেই। কিন্তু একশো দিনের কাজের টাকা না পেয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা সকলেই গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *