সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৪ আগস্ট: রেশন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে পথ অবরোধ করলেন গ্রামবাসীরা। মঙ্গলবার, পুরুলিয়ার বোরো থানার বসন্তপুর গ্রামের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রীতিমতো ব্যানার ছাপিয়ে আন্দোলন শুরু করে দেন তাঁরা। ‘বসন্তপুর সংসদের প্রতারিত আদিবাসী রেশন গ্রাহকদের পথ অবরোধ’ শিরোনামে টানা পাঁচ ঘণ্টা বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। মানবাজার – বান্দোয়ান গুরুত্বপূর্ণ ওই রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ গেলেও অবরোধ চালিয়ে যান গ্রামবাসীরা।
তাঁদের দাবি গুলির মধ্যে অন্যতম হল, জাতীয় খাদ্য সুরক্ষার রেশন কার্ড প্রতারিত আদিবাসী গরিব মানুষকে দিতে হবে। এছাড়া, এনএফএসএ ডিজিট্যাল রেশন কার্ড ও লকডাউনে প্রতারিত আরএসওয়াই’কে দুই গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি নিয়ে সোচ্চার হন গ্রামবাসীরা। দুপুর থেকে টানা চার ঘণ্টা অবরোধ চলে। পরে পুলিশি আশ্বাস ও বৃষ্টির কারণে অবরোধ উঠে যায়।