সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ সেপ্টেম্বর: আমফান ক্ষতিগ্রস্ত গরিব মানুষের ক্ষতি পূরণের টাকা সহ সাত দফা দাবিতে উত্তর ২৪ পরগনার বনগাঁ বিডিও অফিসের সামনে বিক্ষোভ করে স্মারকলিপি জমা দিলেন সিপিএমের সারা ভারত কৃষক।
তাদের দাবি, আয়কর দেয় না এমন সমস্ত পরিবারকে প্রতি মাসে ৭৫০ টাকা আগামী ৬ মাসের মধ্যে দিতে হবে সরকারকে। এছাড়াও কৃষকদের সমস্ত ফসল বীমার অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এছাড়া আমফান ক্ষতিগ্রস্তদের টাকা যারা প্রতারণা করেছে তাদের কাছ থেকে টাকা ফিরিয়ে সত্য যারা ক্ষতিগস্ত তাদের টাকা দিতে হবে। এমন ৭ দফা দাবিতে উত্তর ২৪ পরগনার বনগাঁর বিডিওর কাছে ডেপুটেশন দিলেন সারা ভারত কিষাণ সভা। বুধবার বিকালে সিপিএমের সারা ভারত কিষাণ সভার বনগাঁ ব্লকের কৃষক সমিতি সদস্যরা বনগাঁর বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন।

বনগাঁ ব্লক কৃষক সভার সভাপতি দিনবন্ধু চক্রবর্তীর বলেন, আমফানের পরে বহু দিন কেটে গেলেও বহু সাধারণ মানুষ এখনও ক্ষতিপূরণ পাননি। কিন্তু যাদের পাকা বাড়ি তারা ক্ষতিপূরণ পেয়ে গেছেন। যেসব মানুষ এখনো ক্ষতিপূরণের টাকা পাননি রং না দেখে দ্রুত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে।

