সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৩ নভেম্বর: বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপরে হামলা চলছে। বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে এমনই অভিযোগ হিন্দু জাগরণ মঞ্চের। এর প্রতিবাদে শুক্রবার প্রতিবাদ মিছিল বের করে উত্তর ২৪ পরগনার বারসত ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দেয় হিন্দু জাগরণ মঞ্চ।
তাদের দাবি ভারত সরকার বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করলে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হবে।
হাবরা ১ নম্বর খন্ড হিন্দু জাগরণ মঞ্চের সদস্য সুবোধ কুমার টিকাদার বলেন, ফ্রান্সের ঘটনায় সেদেশের সরকাকে বাংলাদেশি এক হিন্দুরা সমর্থন করায় কুমিল্লা জেলায় হিন্দুদের প্রায় ২৫০ বাড়ি পুড়িয়ে দেয়। মহিলাদের উপর অত্যাচার ও ধর্ষণ করার ঘটনা ঘটে। হিন্দু জাগরণ মঞ্চের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিলম্বে বাংলাদেশের প্রাধানমন্ত্রী হাসিনার উপর চাপ সৃষ্টি করুক। তাহলেই হিন্দুদের উপর অত্যাচার কমবে।
হিন্দু জাগরণ মঞ্চের হাবরা ১ খন্ডের সদস্য ইন্দ্রজিৎ দাস, অভিজিৎ দাস, নিউটন বিশ্বাস ও বিপ্লব দাস বলেন, বাংলাদেশের মুসলিমরা দিনেরপর দিন হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। এর প্রতিবাদে বারসত শহর জুড়ে একটি প্রতিবাদ মিছিল বের করি। এদিন বারসত হেলাবটতলা থেকে চাপাডালি ঘুরে ডিএম অফিসের সামনে বিক্ষোভ দেখায়। এরপর পুলিশ মিছিল আটকে দেয়। তাদের দাবি অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। এমন চলতে থাকলে আমারা বৃহত্তর আন্দোলনে নামব বলে হুমকি দেয়।