সুতিতে টোল প্লাজায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৫ আগস্ট: বেতন বৃদ্ধি সহ কয়েক দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করল চাঁদের মোড় টোল প্লাজার অস্থায়ী কর্মচারী বৃন্দ। তাদের দাবি, কাজ করার মানসিকতা থাকলেও তাদের ১২ দিন ডিউটি দেওয়া হয় এবং সেই পয়সায় সংসার চালানো খুবই কষ্টসাধ্য। ১২ দিনের সামান্য বেতনেই গত চার মাস ধরে তাদের সংসার চালাতে হচ্ছে৷ আর এতেই অত্যন্ত সমস্যায় পড়েছেন কর্মচারীরা৷

তাদের আরও দাবি, লকডাউনে তাদের পূর্ণ বেতনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবে পালন করা হয়নি। মাসে কখনও ১২টি বা কখনো ১১টি ডিউটি দেওয়া হয় তাদের। এতে সংসার চালানো কোনওভাবেই সম্ভব হয় না। লকডাউনের মধ্যে পুরো বেতন চান তারা, এই নিয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই একরকম বাধ্য হয়েই এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *