কয়েক দফা দাবিতে কলেজের অস্থায়ী কর্মচারীদের বিক্ষোভ হুগলীতে

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৮ সেপ্টেম্বর: মাসিক মাইনে বাড়ানো ও স্থায়ী চাকরি এবং সরকারি স্বীকৃতির দাবিতে আরামবাগ মহকুমা শাসকের কাছে ডেপুটেশন জমা দিল হুগলী জেলার কলেজের অস্থায়ী কর্মচারীরা। এদিন হুগলী জেলার বিভিন্ন কলেজের কয়েকশ অস্থায়ী কর্মীরা এই ডেপুটেশন জমা দেন।

হুগলী জেলা অস্থায়ী কর্মচারী ইউনিয়নের সম্পাদক সৌমেন চ্যাটার্জি বলেন, আমাদের দাবি, রাজ্য শিক্ষা মন্ত্রীর নবান্ন থেকে জারি করা ৩৯৯৮এফবি২ যা ১৫ ই জুলাই ২০১৯ একটি আইন লাগু করা হয়। তাতে লেখা হয় রাজ্যের সমস্ত দপ্তরের অস্থায়ী কর্মীদের জন্য। তবে সমস্ত দপ্তরে লাগু করা হলেও শিক্ষা দফতরে তা লাগু হয়নি। আর তারই প্রতিবাদে এই ডেপুটেশন। তিনি বলেন, আমাদের তিনটি দাবি মানতে হবে। আমাদের ৬০ বছরের স্থায়ী করণ, সরকারি স্বীকৃতি এবং ৩৯৯৮ আইন লাগু করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *