কেন্দ্রের শ্রমিক নীতির প্রতিবাদে রায়গঞ্জে বামশ্রমিক সংগঠনের বিক্ষোভ

স্বরূপ বিশ্বাস, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মে: শ্রমিকদের ৮ ঘন্টা কাজের পরিবর্তে ১২ ঘন্টা কাজ করার নিদান এবং দেশের ১২টি রাষ্ট্রায়ত্ত কারখানাকে বেসরকারীকরণের প্রতিবাদে সারা দেশের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেও প্রতিবাদ দিবস পালন করল সিপিএম সহ বামপন্থী শ্রমিক সংগঠন। রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে বামপন্থী শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা কেন্দ্রীয় সরকারের ”শ্রমিক বিরোধী” নীতি প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখায়।

প্রতিবাদে শামিল হন সিপিএম এর উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপুর্ব পাল, সিপিআইয়ের জেলা সম্পাদক সমর ভৌমিক, এস ইউ সি আইয়ের জেলা সম্পাদক সনাতন দত্ত সহ জেলার বামপন্থী শীর্ষ নেতৃত্ব। রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় সিটু, এ আই টি ইউ সি সহ সমস্ত বামপন্থী শ্রমিক সংগঠন। উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের আহ্বায়ক অপূর্ব পাল বলেন, গত ২২ মে কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদ দিবস পালন করার কথা ছিল, কিন্তু আমফানের ধ্বংসলীলার কারনে কর্মসূচি বদল করে আজ তা করা হয়েছে। কেন্দ্রের বিজেপি শাসিত সরকার শ্রমিক বিরোধী এই নীতি পরিবর্তন না করলে বৃহত্তর আন্দোলনে নামবে দেশের সবকটি শ্রমিক সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *