জে মাহাতো, মেদিনীপুর, ৬ নভেম্বর:
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিআরজি গ্রুপের একটি কারখানা। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার ফলে প্রায় ৬০০ জন কর্মী কাজ হারিয়েছেন। বেশ কিছুদিন ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে চলছিল এই কারখানা। কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করে গেটে নোটিশ ঝুলিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন কর্মীরা।
আজ সকালে শ্রমিকরা এসে দেখেন কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝোলানো রয়েছে। এরপর তারা গেটের সামনে কারখানা চালু করার এবং বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। কর্মীরা বলেন, কয়েক বছর ধরে এখানে কাজ করলেও সরকারি নিয়ম অনুসারে বেতন পাননি। কিছুদিন আগে কারখানা কর্তৃপক্ষকে আমরা সরকারি নিয়ম অনুসারে মাইনে বাড়ানোর দাবি জানিয়েছিলাম। তারপরে আজ সকালে এসে দেখি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তাই কারখানা চালু করার এবং বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার দাবিতে কারখানার গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়।