জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ জুন: ক্ষীরপাইয়ে সিধু কানুর মূর্তি স্থাপন সহ বেশকিছু দাবিতে শুক্রবার ভারত জাকাত মাঝি পারগানা মহলের ঘাটাল তল্লাটের কর্মী সমর্থকদের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। এদিন আদিবাসীদের এই সংগঠনের কর্মী-সমর্থকরা প্রায় এক ঘন্টা পৌরসভার সামনে বিক্ষোভ দেখিয়ে অভিযোগ করেন, সেখানকার হালদারদিঘির মোড়ে প্রশাসনের পক্ষ থেকে সিধু কানুর মূর্তি বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। অবিলম্বে মূর্তি বসানোর কাজ শুরু করতে হবে।

