জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: এ বছরের অক্টোবর মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ডিসেম্বরের মধ্যে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন পদে নিয়োগ করার দাবিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে বিক্ষোভদেখিয়েছে ওয়েস্ট বেঙ্গল টিচার্স জব অ্যাসোসিয়েশন এবং
এসএলএসটি ক্যান্ডিডেট অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাদের দাবিগুলোর মধ্যে ছিল, নবম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা৷
সমস্ত আপডেটেড শূন্যপদে নিয়োগ করা। শুধুমাত্র বিষয়ভিত্তিক এবং এমসিকিউ- এর মাধ্যমে পরীক্ষা নিয়ে নিয়োগে দীর্ঘসূত্রতার অবসান ঘটানো। নিয়োগ সম্পূর্ণ দুর্নীতিমুক্ত করতে প্রতিটি পরীক্ষার্থীকে ওএমআর সিটের কার্বন কপি দেওয়া। প্রতি বছর যাতে এসএসসি পরীক্ষা হয় তার জন্য আদর্শ রূপরেখা প্রণয়ন করা। এদিন মেদিনীপুর কলেজিয়েট ময়দান থেকে মিছিল করে জেলাশাসকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের সদস্য সদস্যরা।