গোপাল রায়, আরামবাগ, ২৯ জুন: আফফান ঝড়ের ক্ষতিপূরণের বেনিয়ম অভিযোগ তুলে আরামবাগ বিডিও অফিসে বিক্ষোভ দেখাল এলাকাবাসীরা। বিক্ষোভকারীদের দাবি, যাদের আমফান ঝড়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষতিপূরণর থেকে বঞ্চিত হচ্ছে। অথচ যাদের ঘরের ক্ষতি হয়নি তাদের ব্যাংক একাউন্টে কুড়ি হাজার টাকা করে ঢুকছে। এই অভিযোগে বহস্পতিবার আরামবাগ বিডিও অফিসের সামনে এলাকাবাসীরা ব্যাপক বিক্ষোভ দেখান। তাদের দাবি অবিলম্বে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যেন ক্ষতিপূরণ পায়। আরামবাগ বিডিও বিশাখা ভট্টাচার্য বিক্ষোভকারীদের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেন।