ডাকঘর নিয়মিত খোলার দাবিতে বিক্ষোভ পুরুলিয়ার চিরকা গ্রামে

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২৭ ডিসেম্বর: নিয়মিত খোলা হয় না পোষ্ট অফিস, আবার যদি বা কোনো কোনো দিন খোলা হয় সেদিন আবার এক ঘণ্টা পরেই পোষ্ট অফিস তালা বন্ধ করে বাড়ি চলে যান পোস্টমাস্টার। এমনই অভিযোগ তুলে আজ পুরুলিয়ার চিরকা পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।

পুরুলিয়ার নামোপাড়া ডিভিশনের অন্তর্গত এই চিরকা ডাকঘরটি। রুদড়া ও চিরকা গ্রামের প্রায় ৩৫০০ মানুষ নির্ভরশীল একমাত্র এই ডাকঘরটির উপর। সেই ডাকঘরটির এহেন অবস্থায় ক্ষিপ্ত এলাকাবাসীরা।
গ্রামবাসীদের মধ্যে গয়ারাম পান্ডে, সাধন মাহাতো প্রমুখরা বলেন, দুটি গ্রামের একমাত্র ডাকঘর তবুও এটি নিয়মিত খোলা হয় না। আমরা কোনো কাজের জন্য পোষ্ট অফিস গেলে সেটি তালা বন্ধ থাকে। বাধ্য হয়ে নিরাশ হয়ে ঘুরে আসতে হয়। কিন্তু কাজ ফেলে প্রতিদিন তো ঘুরে ঘুরে আসা সম্ভব নয়। একটি সরকারি অফিসের তো এমন করা উচিত নয়, আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগে জানিয়েছি তবু কোনো লাভ হয়নি।

যার বিরুদ্ধে অভিযোগ সেই পোস্ট মাস্টার শুভাশীষ মাহাতোর দাবি, ওইখানে মেশিন না থাকার জন্য কাজ করতে অসুবিধে হয়। তাই তিনি আগে ভাগেই কাজের জন্যই জেলা সদরে আসেন। কিন্ত তাই বলে ডাকঘর বন্ধ করে কেন? অপর কর্মচারী কোথায়? নিয়মিত খোলা হয় না কেন? এই সব প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। যখন কেন্দ্রীয় সরকার মানুষকে ডাকঘরমুখী করতে বিভিন্ন রকম প্রকল্প নিচ্ছে তখন এই ডাকঘর বন্ধ থাকাতে সরকারি সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এই অচলাবস্থার নিরসন না হলে যে তারা পরবর্তীকালে বড়ো আন্দোলন করবেন সেই কথাও জানিয়ে দিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *