আমাদের ভারত, নদিয়া, ২৮ আগস্ট: শান্তিপুরের বাগ আঁচড়া থেকে চৌরঙ্গি মোড় পর্যন্ত বেশ কয়েক কিলোমিটার বেহাল রাস্তা সারাইয়ের দাবি স্থানীয়দের। দীর্ঘ দিন ধরে পঞ্চায়েতকে বলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

আজ এই রাস্তাতেই একটা বালির ওভারলোড ট্রাক রাস্তার মাঝখানে বসে যায়। কয়েক ঘন্টার চেষ্টায় ট্রাকটিকে তুলতে না পেরে বালি রাস্তার মাঝেই নামাতে হয় এবং অন্য একটি ট্রাক মাল ভর্তি করার জন্য নিয়ে আসা হয়। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এই রাস্তায়। এই রাস্তাটি মূলত চারটি গ্ৰামের মেন রাস্তা। হাজার মানুষ ছোট গাড়ি, থেকে শুরু করে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স খুব সহজে এই রাস্তা দিয়েই যায়। জাতীয় সড়কের সঙ্গে কৃষ্ণনগরে যাওয়ার সহজ উপায় এই রাস্তাই। এলাকার মানুষের অভিযোগ, এই রাস্তা ছোট গাড়ি যাওয়ার রাস্তা, পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য সহজ উপায় বের করে ওভারলোড করে বালি নিয়ে যাওয়া বন্ধ করতে হবে নজর দিক স্থানীয় প্রশাসন।


