আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২ মে: রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ। শুধু তাই নয় আগুন জ্বালিয়ে দীর্ঘসময় বিক্ষোভ দেখান তারা। এই ঘটনা মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের।
শনিবার সকালে মুর্শিদাবাদের শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের পুনশ্রী গ্রামে রেশনের দাবিতে কয়েকশ মানুষ বিক্ষোভ দেখায়। রেশন ডিলার হালিম সেখের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা। তাদের অভিযোগ, রেশনের সামগ্রী কম দেওয়া হচ্ছে ও নিম্ন মানের চাল দেওয়া হচ্ছে। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে এলাকার বাসিন্দারা বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এবং বাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারে। এরপর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান।
ঘটনার খবর পেয়ে পৌঁছন সালার থানার ওসি ইন্দ্রনীল মহান্ত। ইন্দ্রনীল মহান্তকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। পরে কান্দি মহকুমা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।