স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ অক্টোবর: মিড ডে মিলের কর্মীদের ১২ মাসের পরিবর্তে ১০ মাসের বেতন দেওয়া হচ্ছে। এই অভিযোগ সহ একাধিক দাবি নিয়ে নদিয়া জেলা মিড ডে মিলের রন্ধন কর্মী ইউনিয়ন বিক্ষোভ মিছিল করল। আজ তাঁরা নদিয়া জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন দেন।
মিড ডে মিল কর্মীদের ১২ মাসের পরিবর্তে ১০ মাসের বেতন দেওয়া হচ্ছে। দু’মাসের টাকা কেটে নেওয়া হচ্ছে।এছাড়া আগে মিড ডে মিল কর্মীদের খাবার দেওয়া হতো এখন সেই খাবারও তাদের দেওয়া হচ্ছে না। সেই
খাবারও সরকার বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ নদিয়া জেলা মিড-ডে-মিল রন্ধন কর্মী ইউনিয়নের। পাশাপাশি তাঁরা কর্মীদের বেতন বৃদ্ধি ও পুজোর বোনাস ও দাবি করেন সরকারের কাছে।