আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৪ ডিসেম্বর: রেল লাইন অবরোধ করে বিক্ষোভ বেলডাঙ্গায়। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বেলডাঙ্গার পাঁচরাহা এলাকায় ১১১ নম্বর রেলগেটে ট্রেন অবরোধ করে রাখেন বেগুনবাড়ি অঞ্চলের বাসিন্দাদের একাংশ।
স্থানীয় সুত্রে জানা যায়, বেগুনবাড়ি গ্রামের যুবক নাজিমুদ্দিন সেখের দেহ দেবগ্রামের কাছে রেল লাইনের মধ্যে থেকে উদ্ধার হয়। কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। এই রহস্যজনক মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পাড়া প্রতিবেশীরা। মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবিতে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে রেল পুলিশ ও বেলডাঙ্গা থানার পুলিশ এসে অবরোধকারীদের অবরোধ তুলে নিতে বলে। দু’পক্ষের মধ্যে তুমুল বচসাও হয়। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। অবরোধের জেরে রেল লাইনে আটকে থাকে প্যাসেঞ্জার ট্রেন। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।