বেআইনি ভাবে নদী ভরাটের প্রতিবাদে গাইঘাটার যশোর রোড অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,,
১৭ এপ্রিল: চালুন্দিয়া খাল জবরদখল করে মাটি ভরাট করে তৈরি হচ্ছে কংক্রিটের বিল্ডিং। এর প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি সহ স্থানীয় সাধারণ মানুষ। রবিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায়। অভিযোগ, তৃণমূলের মদতে নদী ভরাট করছে কিছু অসাধু ব্যবসায়ী। অবরোধে সামিল হয়, চালুন্দিয়া নদী পারের বাসিন্দা সহ নদী বাঁচাও কমিটির সদস্য ও বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। যদিও এই অভিযোগ অস্বীকারে করেছে তৃণমূল নেতৃত্ব।

অভিযোগ, এই এলাকায় বৃষ্টি হলেই জল উঠে যায় চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকায়। অথচ তৃণমূল ও পুলিশের মদতে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী প্রোমোটার মাটি ফেলে নদী ভরাট করে নালায় পরিণত করেছে। রাতের অন্ধকারে মাটি ফেলে নদীর একাংশ ভরাট করছে মাটি ব্যবসায়ীরা। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি।

বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, নদীর উপর নির্ভর করে অতীতে যারা মাছ ধরতো তারা অন্য পেশায় চলে গিয়েছে। নদীর নাব্যতা কমে যাওয়ায় মরা নদীতে পরিণত হয়েছে। সেই সুযোগ নিয়ে একদল মাফিয়া তৃণমূল নেতাদের টাকা দিয়ে নদীর একাংশ ভরাট করে বিল্ডিং তুলছে। নদী থেকে ভরাট করা মাটি তুলে না ফেললে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানান স্বপনবাবু।

অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, এটা একটা হাস্যকর অভিযোগ, নদীর গল্প অনেক ছোট বেলায় শুনেছি। বাস্তবে কোনো দিন দেখিনি। এটা মিথ্যা অভিযোগ, ওটি চাষের জমি ছিল। এক সময় ওই জায়গায় চাষ করত। নদীর ভরাটের কোনো ব্যাপার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *