পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অধীন খেজুরি-১ ব্লকের অন্তর্গত বিক্রমনগর সাব সেন্টারের আশা কর্মী মন্দিরা ভুঁইঞা গত বুধবার নিজের সেন্টারে ফাস্ট এএনএম শোভা ভু্ঁইঞার দ্বারা আক্রান্ত হন। ঐদিন সেন্টারের শুরুতে আলো জ্বালানোকে কেন্দ্র করে শোভা ভুঁইঞা হঠাৎ করেই রেগে গিয়ে আশা কর্মী মন্দিরা ভুঁইঞাকে কিলচর মারতে থাকেন। অন্যান্য আশা কর্মীরা আটকানোর চেষ্টা করলেও উনি না শুনে ওই আশা কর্মীর উপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি হাত পাখা দিয়েও মারধর করেন। ঐ আশা কর্মী ক্যান্সারে আক্রান্ত। ওই আশা কর্মীর ক্যান্সার আক্রান্ত জায়গার উপরও মারধর করেন। এই ঘটনায় ব্লকের প্রতিটি আশা কর্মী মর্মাহত।

রাজ্যের সর্বত্র কর্মক্ষেত্রে আশা কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। ঐ ফাস্ট এএনএম কর্মীর দ্বারা হওয়া এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ কামারদা বিপিএইচসি’তে ব্লকের সমস্ত আশা কর্মী জমায়েত হন। ফাস্ট এএনএম শোভা ভুঁইঞার শাস্তির দাবিতে বিএমওএইচ এর কাছে বিক্ষোভ ডেপুটেশনের জন্য। প্রথমে বিএমওএইচ ডেপুটেশন নিতে অস্বীকার করেন। এই ঘটনার প্রতিবাদে আশাকর্মীরা প্রায় ২ ঘন্টা বিএমওএইচ অফিস ঘেরাও করে রাখেন। তারপর ডেপুটেশন নিতে বাধ্য হন।
বিএমওএইচ বলেন, সিএমওএইচ এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। ঐ তদন্ত কমিটি আগামী মঙ্গলবার হেড়িয়া পিএইচসিতে যাবেন। আজকের কর্মসূচিতে নেতৃত্বে দেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষে কৃষ্ণা প্রধান, শ্রাবন্তী মন্ডল, সুদেষ্ণা মাইতি, সুজাতা মাইতি, উজ্জ্বলা মাইতি প্রমুখ।

