রামনগরে বিডিও অফিসে বিক্ষোভ, দাবি পূরণের জন্য নয়, বিডিওর বদলি আটকাতে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৮ আগস্ট: বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিডিও অফিসের সামনে বিক্ষোভের ছবি প্রায়শই দেখা যায়। আজ এক দাবি তো কাল আর এক দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষের বিক্ষোভ লেগেই থাকে। তবে আজকে এলাকাবাসীর বিক্ষোভ ছিল সম্পূর্ণ অন্য কারণে। আজকের বিক্ষোভ ছিল বিডিওর বদলি রদের দাবিতে।

করোনা আর আমফান পরিস্থিতিতে অজান্তেই এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের রামনগর-২ নম্বর ব্লকের বিডিও। আর সেই ভালবাসার বহিঃপ্রকাশ ঘটল আজ বিক্ষোভ হয়ে। এলাকার মানুষের প্রিয় বিডিওর বদলি মেনে নিতে না পেরে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ। বিডিওর বদলির অর্ডার হয়েছে সেই বদলির রোধের দাবিতে আজকে এই বিক্ষোভ দেখান এলাকার মানুষ। এমনই এক অভাবনীয় ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের রামনগর – ২ ব্লক।

পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত এলাকা রামনগর -২ ব্লক। আমফান ঝড় আর করোনার সংক্রমনের দুইয়ের চাপে বিধ্বস্ত হয়ে গিয়েছিল সাধারণ মানুষের জীবন। এই সব দুর্দিনে এলাকার মানুষের পাশে থেকে ‘বাবার মত’ আগলে রেখেছিলেন বিডিও অর্ঘ্য ঘোষ। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী রামনগর -২ ব্লকের বিডিও অর্ঘ্য ঘোষকে বদলি করা হয় ঝাড়গ্রামে। নিয়মমাফিক পদোন্নতি ঘটিয়ে ঝাড়গ্রাম হেড কোয়ার্টারের ডেপুটি ম্যাজিস্ট্রেট করা হয়েছে।

কিন্তু এলাকার মানুষজন প্রিয় মানুষটির বদলি মেনে নিতে না পেরে আজ বিক্ষোভে সামিল হয়। করোনার ভয়কে দূরে সরিয়ে শুক্রবার বিডিও অফিসের সামনে জড় হয় বহু মানুষ। বিক্ষোভ দেখাতে থাকে তাদের প্রিয় বিডিও সাহেবের বদলি রদের দাবিতে।

আমফান পরবর্তী সময়ে ক্ষতিপূরণের তালিকা নিয়ে স্বজন পোষনের অভিযোগে যেভাবে গরমাগরম পরিস্থিতি তৈরি হয়েছিল বিভিন্ন বিডিও অফিস। সেই পরিস্থিতিতে একজন সরকারি অফিসারের বদলি আটকানোর জন্য বিক্ষোভ আলাদা দৃষ্টান্ত স্থাপন করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *