পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: আজ যুব সংগঠন এআইডিওয়াইও’র পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়া হয়। সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে অবিলম্বে সমস্ত সরকারি শূন্য পদে স্থায়ী নিয়োগের দাবি, এসএসসি পরীক্ষা চালু, মাদক দ্রব্য, অনলাইন গেম, জুয়া, লটারি বন্ধ করার দাবিসহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে এই কর্মসূচি হয়।

মেদিনীপুর স্টেশন থেকে মিছিল করে সারা শহর পরিক্রমা করে জেলা শাসক দপ্তরের সামনে বিক্ষোভ সভা হয়। মিছিলে নেতৃত্ব দেন যুব সংগঠন এআইডিওয়াইও’র পশ্চিম মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির ইনচার্জ অনিন্দিতা জানা। এছাড়াও উপস্থিত ছিলেন শীর্ষেন্দু শাসমল, অলক পন্ডিত, পিন্টু অধিকারী প্রমুখ নেতৃবৃন্দ।

