পার্থ খাঁড়া, পূর্ব মেদিনীপুর, ২৫ মে: একাধিক দাবিতে হাসপাতাল ও জনস্বাস্থ্য রক্ষা সংগঠন, মেডিকেল সার্ভিস সেন্টার এবং প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির যৌথ উদ্যোগে আজ তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকেকে ডেপুটেশন দিল। কর্মসূচিতে সামিল হন জেলার গ্রামীণ চিকিৎসক থেকে শুরু করে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা।
তাদের দাবি, চিকিৎসায় ডিপ্লোমাধারী ডাক্তার ও ট্রেনিং দিয়ে নার্স নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে, সরকারি হাসপাতালে ওষুধ ছাঁটাই বন্ধ করতে হবে। জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালের পরিকাঠামো উন্নত করে শূন্যপদে ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মী নিয়োগেরও দাবি রয়েছে তাদের। ডেপুটেশন দেওয়ার আগে তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ দেখান তাঁরা।
নেতৃত্ব দেন তিন সংগঠনের পক্ষে ডাঃ জয়দেব ঘড়া, রাম চন্দ্র সাঁতরা, প্রনব মাইতি প্রমুখ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষা দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।