নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তাল ভগবানগোলার ওরাহার সুন্দরপুর

আমাদের ভারত, ভগোবানগোলা, ২০ অক্টোবর:
নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনায় রীতিমত ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের ভগোবানগোলা এলাকার ওরাহার সুন্দরপুরে।

সূত্রের খবর, আব্দুর রহিম (ওরফে ফিটু) নামের ওই গৃহশিক্ষক তার নিজস্ব বাড়িতেই বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে পড়ায়। অভিযোগ, পড়া শেষে সবাইকে ছুটি দিলেও নবম শ্রেণির ওই ছাত্রীকে ছুটি না দিয়ে দিনের পর দিন শ্লীলতাহানি করত। অভিযোগ, পড়ানোর সময় শেষ হওয়ার আগেই অভিযুক্ত ওই শিক্ষক সকল পড়ুয়াদের ছুটি দিয়ে ওই ছাত্রীর সাথে বন্ধঘরে শারীরিক সম্পর্ক করে একাধিকবার। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অভিযুক্তের শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা। বিক্ষোভ শুরু দেখাতে শুরু করে ছাত্রীর পরিজন সহ এলাকাবাসী। ঘটনার তদন্তে নেমেছে ভগোবানগোলা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *