আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ চন্দ্রকোনা রোড আঞ্চলিক শাখার উদ্যোগে রবিবার সকালে চন্দ্রকোনা রোডে এলাকার লেখক-শিল্পী-বুদ্ধিজীবীদের ব্যবস্থাপনায় ৫০টি দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে মুড়ি, পেঁয়াজ, আলু, সাবান, ডিম সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব নীলাঞ্জন ব্যানার্জি, আঞ্চলিক শাখার সম্পাদক উত্তম পানি, জেলা নেতৃত্ব মিহির পাঠক, গণপতি ঘোষ সহ অন্যান্য কবি, সাহিত্যিক, লেখক ও শিল্পীগণ।
নীলাঞ্জন ব্যানার্জি বলেন, মানুষ আজ বড়ই বিপন্ন, এই সময় লেখক শিল্পীদের আরও বেশি করে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। এদিন বিদ্যাসাগর মূর্তির পাদদেশে সামাজিক দূরত্ব মেনে কর্মসূচিটি সংগঠিত হয়। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।