আদালতের জন্য রাজ্যে গণতন্ত্র অবশিষ্ট রয়েছে, মমতার মতো দ্বিচারিতা‌ করতে জীবনে কাউকে দেখিনি: সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ২৪ নভেম্বর: হাইকোর্ট থেকে কলকাতার ডরিনা ক্রসিংয়ে সভার অনুমতি আদায় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার বিধানসভার সামনে দাঁড়িয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দ্বিচারিতায় ভরা মানুষ জীবনে দেখিনি।

সুকান্ত বলেন, রাজনীতিবিদ ছেড়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মত দ্বিচারিতা করতে আমরা জীবনে আর কোনো মানুষকে দেখিনি। যিনি দিল্লিতে গিয়ে বলেন, মোদীজি ফ্যাসিজেম কায়েম করে রেখেছেন আর কলকাতায় ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে শুধু উনি সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দ্বিচারিতায় ভরা নীতি আরো একবার হাইকোর্টের সামনে পরিষ্কার হয়ে গেল।

হাইকোর্ট বলেছে, বিজেপির সভা করার অনুমতি দেবে না একটাই শর্তে। ওখানে একুশে জুলাই কেন, আর কোনো রাজনৈতিক সভা হবে না। আর পুলিশ তখনই পিছিয়ে গিয়েছে। একুশে জুলাই তো বন্ধ করার ক্ষমতা নেই এই দলদাস পুলিশের।

আদালতের প্রতি আস্থা জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, আদালত আছে বলে পশ্চিমবঙ্গে গণতন্ত্রটা অবশিষ্ট রয়েছে। আদালত না থাকলে সেটুকুও থাকত না।

শুক্রবার অমিত শাহর সভার অনুমতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে রাজ্য। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, শাহের সভার অনুমতি না দেওয়া হলে তৃণমূলের একুশে জুলাই- এর সভার উপর নিষেধাজ্ঞা জারি করবে আদালত। এরপরই কার্যত রণে ভঙ্গ দেন নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আদালতের নির্দেশে আগামী ২৯ নভেম্বর ধর্মতলায় অমিত শাহের সভা হচ্ছে। তবে এ ব্যাপারে রাজ্য সুপ্রিম কোর্টে যেতে পারে। এই আশঙ্কায় শুক্রবারেই ক্যাভিয়েট দাখিল করে দিয়েছে বঙ্গ বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *